বীজ ডিলারদের সার ডিলার নিয়োগে বাধাঁদানকারি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁয় কমরত নানা অনিয়মে অভিযুক্ত এস এ এ ও হারুন অর রশিদকেদ্রুত অপসারনের দাবিতে নওগাঁয় প্রায় ঘন্ট্যাব্যাপি মানববন্ধন হয়েছে।
নওগাঁ বিএ ডিসি বীজ ডিলার এসোসিয়েশন এর উদ্দ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ খামারবাড়ির সামনে বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পযন্ত প্রায় ঘন্ট্যাব্যাপি এই মানববন্ধন অনুষ্টিত হয়েছে। মানববন্ধনে নওগাঁ বিএ ডিসি বীজ ডিলার এসোসিয়েশন এর সভাপতি রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক হুদা রেজাউন ন্নবীসহ অন্যরা বক্তব্য রাখেন।
বক্তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁয় কমরত এস এ এ ও হারুন অর রশিদএর নানা অনিয়ম তুলে ধরে তার দ্রুত অপসারণ দাবি করেন। তবেএস এ এ ও হারুন অর রশিদ তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ক্ষুদ্র কমচারি। আমার বিরুদ্ধে উদ্দেশ্যমুলকভাবে এসব মিথা অভিযোগ করা হয়েছে।