আজকের তারিখ : সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১০:৫৬ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ১৬, ২০২৫, ৬:৩৮ পি.এম
নওগাঁর আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে ঢুকছে পানি

নওগাঁর আত্রাই নদীর বেড়িবাঁধের ১০ ফিট ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকছে
সকালে মান্দা উপজেলার কসব ইউনিয়নের তালপাতিলা এলাকায় বাঁধ ভেঙ্গে যায়। ফলে তালপাতিলা গ্রাম আশেপাশের চকবালু, চকরামপুরসহ কয়েকটি গ্রামে পানি প্রবেশ করে। পানি বন্দী হয়ে পড়েন ৩শতাধিক পরিবার।

স্থানীয়রা বলছে, এই একই স্থানে গেলো বছর ভেঙ্গে যায়। এরপর মাস মাসখানেক আগে বেড়িবাঁধের এই অংশটুকু মেরামত করা হয়। কিন্তু নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় আবার ভেঙে গেছে।
এদিকে বেড়িবাঁধ ভাঙ্গার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শক করেছেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান। এসময় তিনি ওই সময়ের মধ্যে বেড়িবাঁধ মেরামতের আশ্বাস দেন। এদিকে নওগাঁর ছোট যমুনা, আত্রাই এবং পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বর্তমানে আত্রাই নদীর পানি মান্দার জোট বাজার পয়েন্টে ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে এবং রেলস্টেশন পয়েন্টে ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আজ সকাল থেকে দুই নদীর পানি কমতে শুরু করেছে বলে জানিয়েছেন নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী প্রবীর কুমার পাল।
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।