নওগাঁর মহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামে খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে আরাফাত হোসেন(৬) ও নাইম হোসেন(৪)নামে দুই শিশু নিহত হয়েছে। সোমবার বেলা ১২ টার দিকে তাদের বাড়ির পাশের পুকুর থেকে নিহত দুই শিশুর মরদেহ স্বজনরা উদ্ধার করেছেন। নিহত আরাফাত বিনোদপুর গ্রামের আজিজুর রহমানের ছেল্ েনাইম একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
মহাদেবপুর থানার ওসি শাহিন রেজা ও গ্রামবাসি জানান, আজ সোমবার সকালে ওই দুই শিশু সকাল ১০টা থেকে তাদের বাড়ির পাশে খেলাধুলা করছিলো। কিন্তু এরপর বেশ কিছু সময় ধরে তাদের দেখতে না পেয়ে অভিভাবকরা খোঁজাখুজি শুরম্ন করেন। এ অবস্থায় বাড়ির পাশের পুকুরে আরাফাতের মরদেহ ভেসে উঠে। এরপর ওই পুকুরের পানির নিচে সনধান চালিয়ে দুপুর ১২ টার দিকে নাইমেরও মরদেহ পাওয়া যায়। এলাক্বাাসির ধারনা খেলাধুলার এক পর্যায়ে আরাফাত ও নাইম পানিতে পড়ে ডুবে যায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।