নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় এক ট্রাক চালক নিহত হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) ভোর রাতে নওগাঁ- রাজশাহী আঞ্চলিক মহাসড়কের উপজেলার সবরিতলা মোড় নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত ব্যক্তির নাম সাজু মিয়া(৪০)। তিনি গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউপির পশ্চিম কুমুন্নায় গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোর অনুমান সাড়ে ৪ টার দিকে রাজশাহীর বাগমারা উপজেলা গামী একটি ট্রাক (যার রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ড, ১৪-৮৩৯১) উপজেলার সবরিতলা মোড়ে এসে দুর্ঘটনাররকবলে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক সাজু নিহত হন।
স্থানীয়রা জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে চালক ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ সময় পেছন থেকে অন্য কোনো একটি বালি বোঝাই ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাকের চালক তার আসেনই চাপা লেগে আটকে গিয়ে মর্মান্তিকভাবে নিহত হন।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এবং মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় মৃত ট্রাক চালক সাজুকে উদ্ধার করে থানা হেফাজতে নেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান ঘটনার সতত্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি মনসুর রহমান।