নওগাঁর পত্নীতলা সীমান্ত পথে নারী ,শিশুসহ ১৬ নাগরিককে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএস এফ। আজ শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে পত্নীতলা উপজেলার শীতলমাঠ এলাকার ২৪৫/১ এস পিলারের পাশ দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়েছে। সকালে ১৪ বিজিবি’র একটি টহলদল তাদেরকে শীতলমাঠ এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে অবৈধ্য অনু প্রবেশের দায়ে আটক করে। এরপর পুশইনকৃতদের পত্নীতলা থানায় পাঠিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৪ বিজিবি’র অধিনায়ক লে, কর্ল মো: ইকবাল হোসেন জানিয়েছেন।
বিজিবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের পশ্চিমবঙোগর ২৯ ব্যাটালিয়ন সন্ধ্যাপুকুর ক্যাম্পের বিএসএফরা ওই ১৬ জনকে পত্নীতলার শীতলমাঠ সীমান্ত পথে পুশ ইন করেছে। এদের মধ্যে ৪জন নারী,৭জন পুরুষ ও ৫ জন শিশু রয়েছে।
প্রাথমিক জিঙ্গাসাবাদে বিজিবি’র কাছে পুশইন কৃতরা জানান, তারা কয়েকবছর আগে কাজের সন্ধানে রাজশাহীর চারঘাট সীমান্ত পথে ভারতে যায় অবৈধ্যভাবে। পরে তাদেরকে গত ৯সেপ্টেম্বর ভারতের রাজস্থান থেকে পুলিশ আটক করে বি্এসএফ নিকট হস্তান্তর করে। এদের মধ্যে ১৫জন নাটোর জেলার লালপুর থানার কলোনীপাড়া গ্রামের বাসিন্দা। এরা হলেন:মোতালেব হোসেন শেখ(৪৫),শফিকুল ইসলাম(৩৫),মজনু বিশ্বাস(৪৮), নয়ন খানঁ(৬০),মুকুল শেখ(২৫), এলিনা খাতুন(২৮),মৃদুল শেখ(২২),সমির উদ্দিন(১১),বিনা খাতুন(৩৫), মিম(৮),রোজিনাখাতুল(১৮) মরিয়ম খাতুন(১০), মিরা খাতুন( ৮মাস), জোসনা বেগম(৫৩) ও জান্নাতুল সরকার(১০)। এ ছাড়া আরেক জন হলেন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চককুরুলিয়া গ্রামের মিরাজ শেখ(১৮)।
পত্নীতলা থানার ওসি শাহ এনায়েতুর রহমান জানান,পুশইন করা ওই ১৬ জনের পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের থানায় নিয়ে আসার পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।