
এদিকে একই দিন বিকেলে “ধর্মীয় কোনো বিভেদ নয়, একসাথে দেশ গড়তে চাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ সদর উপজেলার পৌর এলাকার ৩০টি মন্দিরে শারদীয় উপহার বিতরণ করা হয়েছে।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের পক্ষ থেকে এই শারদীয় উপহার বিতরণ করেন নওগাঁ সদর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো: মাসুদ হাসান তুহিন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টায় নওগাঁ শহরের ঘোষপাড়ার ফাইভ স্টার ক্লাব মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সনাতন ধমালম্বী দরিদ্র নারীদের মাঝে ৫’শ শাড়ি বিতরণ করা হয়েছে।আজ বুধবার বিভিন্ন মন্দির এ আরো এক হাজার শাড়ি বিতরণ করা হচ্ছে।
মাসুদ হাসান তুহিন বলেন, ধর্ম যার যার হলেও উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপির সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জেলায় এ বছর কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে নওগাঁ সদরে ১২৫টি সহ ৮৮১১ মন্ডপে শারদীয়া দুগাউৎসব পালিত হচ্ছে।