
নওগাঁর মহাদেবপুরে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নদীতে ডুবে রনি (১৫) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে আত্রাই নদীতে এ ঘটনা ঘটে। আজ দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা তাকে খুঁজে পায়নি।

নিহত রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রঞ্জিতের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে অন্যদের সাথে প্রতিমা বিসর্জন দেওয়ার দেওয়ার জন্য নৌকা নিয়ে বানডুবি থেকে মহাদেবপুর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া আত্রাই নদীতে আসে। এ সময় মহাদেবপুর উপজেলার সদরের আত্রাই নদীর দুই ব্রীজের মাঝখানে এসে একপর্যায়ে নদীর পানিতে পড়ে যায়। প্রথমে স্থানীয়রা খোঁজাখুঁজি করে না পাওয়ায় মহাদেবপুর ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে তারা নদী থেকে রাত ৮টায় উঠে আসেন ।পরে ফায়ার সাভিস এন্ড সিভিল ডিফেন্সের রাজশাহীর ডুবুরি দল কে খবর দেয়া হয়। তারা আজ সকাল শুক্রবার থেকে দুপুর পযন্ত নদীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে রনির কোন সন্ধান পাননি।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা বলেন, মহাদেবপুরের ফায়ার সার্ভিস কর্মীরা ও ডুবুরি দল খোঁজাখুঁজি করে ও এখনো কোন সন্ধান পাননি।
মহাদেবপুর ফায়ার সাভিসের ইনচাজ আসফাকুর রহমান জানান, বিকেল ৩ টা থেকে আবারো ডুবুরি দল সন্ধ্যা পযন্ত অভিযা চালাবে। আশাকরছি আমরা এরমধ্যে রনির সন্ধান পাবো।