
দেশের উত্তরের জেলা নওগাঁয় ঘন কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বাতা। আজ মঙ্গলবার ভোর থেকে সকাল ৯টা পযন্ত জেলার শহর ও গ্রামীণ জনপদ ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকায় হেডলাইট জ্বালিয়ে দিনের বেলায় চলাচল করেছে যানবাহন।

সমাজকমী ও বাসদ নেতা জয়নালআবেদীন মুকুল বলেন,জলবায়ু পরিবতনের প্রভাবে আশ্বিন মাসেও ভ্যাপসা গরম ও ঝড়বৃষ্টিতে জেলার জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। এই সময়ে আকস্মিক আজকের এই ঘনকুয়াশা এবং ধানের পাতার ডকায় শিশির বিন্দুকে কে জেলাবাসি শীতের আগাম বাতা হিসেবে দেখছেন।

নওগাঁ সদর উপচজলার হাঁপানিয়া ইউনিয়ন পরিষদ,চেয়ারম্যান দেওয়ান মোস্তাক আহমেদ রাজা জানান, শতের সময় গরম ঝড় বৃষ্টিতে মানুষজন চরম ভোগান্তী পোহাচ্ছেন।আজকের এই কুয়াশা জনজীবনে স্বষ্থির পরশ নিয়ে এসেছে । তিনি বলেন প্রকৃতি তার স্বাভাবিক নিয়মে ফিরলেদ্রুতই শীত নামবে এবং জনজীবনে ফিরে আসবে স্বস্থি।
তবে জেলায় কুয়াশা দেখা দিলেও তাপমাত্রার কোন পরিবতন আসেনি ।
নওগাঁ বদলগাছী আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক মিজানুর রহমান বলেন, ‘ আশ্বিন মাসের শেষ দিকে আজকের ঘন কুয়াশা শীত আগমনের জানান দিচ্ছে।’ খুব শীঘ্রই জেলায় শীত নামবে বলে তিনি জানান।আজ মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকড করা হয়েছে ২৪.০৯ ডিগ্রী সেলসিয়াস । গতকাল ছিলো ২৪.০৮ ডিগ্রী সেলসিয়াস।
ঘন কুয়াশার কারনে তাপমাত্রা নিচে নামতে পারে বলেও জানান তিনি।