মাদারীপুর জেলার শিবচরে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। তবে এতে আহত হয়েছেন মোট দশ জন। শনিবার ভোরে (১১ অক্টোবর) ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে থানার সূত্রে জানা যায়, ঢাকা থেকে ভাঙ্গা গামী বাসের সঙ্গে একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের বিভাজক বরাবর উঠে যায়। দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক শামীমের মৃত্যু হয়। এতে বাসের আরও দশজন যাত্রী আহত হন, তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, তার নাম শামীম। তার বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করে দেয়।