ময়মনসিংহে গেজেটভুক্ত জুলাই যোদ্ধা আবু রায়হানকে বাস থেকে নামিয়ে অপমান ও আহত করার ঘটনায় প্রতিশোধ নেওয়ার স্বার্থে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বৈষম্যবিরোধীরা। শুক্রবার (১০ অক্টোবর) রাত থেকে তারা শহরের মাসকান্দা ইউনাইটেড বাস কাউন্টারের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। শনিবার দুপুর পর্যন্ত তারা দোষীদের শাস্তির দাবি এবং আওয়ামী লীগের জেলা সহ-সভাপতি আমিনুল হক শামীমের গ্রেপ্তারের জন্য অটুট অবস্থানে রয়েছেন। শামীমের মালিকানাধীন ইউনাইটেড সার্ভিসের সব বাস বন্ধ রাখারও দাবি তুলেছেন তারা। শুক্রবার রাতে ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি ইউনাইটেড সার্ভিস বাসে উঠেন জুলাই যোদ্ধা আবু রায়হান। এ সময় বাসের শ্রমিক ঝন্টুর সঙ্গে ধাক্কা লাগলে রায়হান নিজেকে পরিচয় দিয়ে বারবার দুঃখ প্রকাশ করেন। তবুও ঝন্টু অশালীন আচরণ ও কটূক্তি করে তাকে বাস থেকে নামিয়ে দেয়। এই ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে রাত থেকেই বৈষম্যবিরোধীরা বাস কাউন্টারের সামনে অবস্থান নেন। এই অবস্থান কর্মসূচির ফলে ময়মনসিংহ-ঢাকা রুটে ইউনাইটেড সার্ভিসের বাস চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার দুপুরে শ্রমিকরাও পাল্টা বিক্ষোভে নামে এবং ঢাকা-ময়মনসিংহ বাইপাস সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এতে হাজারো যাত্রী দুর্ভোগে পড়েছেন। খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় পুলিশ বাস শ্রমিক ঝন্টুকে আটক করেছে। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, ঘটনার পরে থেকেই সমঝোতার চেষ্টা চলছে। তবে শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ায় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম বলেন, জুলাই যোদ্ধারা কাউন্টার বন্ধ করে শ্রমিকদের আটকে রাখেন। পরে প্রশাসন গিয়ে পরিস্থিতি শান্ত করে। আমরা দ্রুত বাস চলাচল স্বাভাবিক করার জন্য চেষ্টা করছি।