নওগাঁয় গরুবোঝাই ভটভটি উল্টে দুই ব্যবসায়ী নিহত
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, আহত চারজন
নওগাঁয় ৭০ লাখ টাকা চাঁদা না পেয়ে মার্কেট বন্ধ করে দেওয়ার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
নওগাঁয় ইলা মিত্রের জন্মশতবার্ষিকীতে কৃষক, আদিবাসী ও নারী সমাবেশ
নওগাঁয় লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উদযাপিত
পরিবেশের ভারসাম্য রক্ষায় নওগাঁয় বৃক্ষরোপণ
তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নওগাঁ-৫ আসনের জনতার এমপি ধলূ লিফলেট বিতরণ ও গণসংযোগ
প্রাণ বাঁচাতে নওগাঁর পোরশায় বজ্র নিরোধক ছাউনি নির্মান
অভ্যুত্থানের ফায়দা লুটছে তথাকথিত কিছু রাজনীতিবিদ: সারজিস
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে
নারায়ণগঞ্জে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপডেট সময় ০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামে শনিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, সিনথিয়া আক্তার (২০) এবং তার স্বামী সাব্বির হোসেন (২২)। তাদের সংসারে সাফরান হাসান নুর নামে তিন বছরের একটি সন্তান রয়েছে। স্থানীয়রা জানায়, সোনারগাঁয়ের দারোগোল্লা গ্রামের ইজিবাইক চালক সাব্বির হোসেন ও তার স্ত্রী সিনথিয়া আক্তারের মধ্যে পারিবারিক নানা বিষয় নিয়ে ঝগড়া চলছিল। তাদের শ্বশুরবাড়ির লোকজনও বেশ কয়েক বার বিবাদের মধ্যে জড়িয়েছে। সকালে যখন তাদের ঘরের দরজা খোলা ছিল না, তখন প্রতিবেশীরা ডাকাডাকি করে। তবুও দরজা না খোলায় স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে তাদের ঝুলন্ত দেহ উদ্ধার করে। সোনারগাঁ থানার ওসি রাশেদুল হাসান খান ধারণা করেন, পারিবারিক চাপের কারণে তারা দুজন আত্মহত্যা করেছে। তিনি বলেন, দুইজনের দেহ একসঙ্গে এবং একসঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এই দেখে ধারণা করা হয়, তারা একসঙ্গে আত্মহত্যা করেছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে পুরো ঘটনা স্পষ্ট হবে বলে আশা প্রকাশ করেন ওসি। এ ঘটনায় আইনি কার্যক্রম চালানো হচ্ছে বলেও জানান তিনি।
প্রিন্ট























