নওগাঁয় সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, আহত চারজন
নওগাঁয় ৭০ লাখ টাকা চাঁদা না পেয়ে মার্কেট বন্ধ করে দেওয়ার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
নওগাঁয় ইলা মিত্রের জন্মশতবার্ষিকীতে কৃষক, আদিবাসী ও নারী সমাবেশ
নওগাঁয় লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উদযাপিত
পরিবেশের ভারসাম্য রক্ষায় নওগাঁয় বৃক্ষরোপণ
তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নওগাঁ-৫ আসনের জনতার এমপি ধলূ লিফলেট বিতরণ ও গণসংযোগ
প্রাণ বাঁচাতে নওগাঁর পোরশায় বজ্র নিরোধক ছাউনি নির্মান
অভ্যুত্থানের ফায়দা লুটছে তথাকথিত কিছু রাজনীতিবিদ: সারজিস
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
কোম্পানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন ভাই-বোনের মৃত্যু
- আপডেট সময় ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ভাই-বোনের মৃত্যু হলো চিকিৎসাধীন অবস্থায়। শনিবার (১১ অক্টোবর) ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে বোনের মৃত্যু ঘটে। এর আগে, ৯ অক্টোবর একই হাসপাতালে ছোট ভাইয়ের মৃত্যু হয়। নিহত দুই ভাই-বোনের নাম ঐর্দিকা (৮) ও তূর্য (৪)। এর আগে, ১ অক্টোবর রাত ৮টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মডার্ণ রোডের রাহাত মঞ্জিলের দ্বিতীয় তলার বাসায় এই বিস্ফোরণ ঘটে। এতে দুই শিশু ও তাদের মা-বাবাসহ মোট চারজন দগ্ধ হন। নিহত শিশু দুটির বাবা কুমোদ চন্দ্র নাথ বলেন, “গতকাল ১ অক্টোবর রাত ৮টার সময় আমরা পরিবারের সবাই দুর্গাপূজার অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ ঘরের মধ্যে গ্যাস সিলিন্ডার লাইনের পাইপ বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে বিভিন্ন কক্ষে। এতে আমি, আমার স্ত্রী সবিতা রানী নাথ, ছেলে-মেয়ে সহ চারজন দগ্ধ হই। তাদের মধ্যে ঐর্দিকা ও তূর্যের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়। আমরা স্বামী-স্ত্রী দুজনেই ২০ শতাংশের নিচে দগ্ধ হয়েছি।” একই দিন রাতে ঐর্দিকা ও তূর্যকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তূর্যের অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। সেখানে ৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু ঘটে। অবশেষে, গত তিন দিন আগে বড় মেয়েকে ঐর্দিকাকে আইসিইউতে রাখা হয়। আজ শনিবার তার মৃত্যু হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, “১ অক্টোবর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন আহত হয়েছিলেন। তাঁদের মধ্যে দুই শিশুর মৃত্যু হয়েছে।”
প্রিন্ট






















