লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা বাজার-আদিতমারী বাইপাস সড়কের আনছার খাঁর পুকুরপাড় এলাকায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত ও একজন নারী যাত্রী আহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া ব্রামত্তর গ্রামের মৃত তালেব্বর রহমানের ছেলে বকুল মিয়া (৬০) এবং একই ইউনিয়নের কচুড়ুমা বারহাত কালী এলাকার মেছের আলীর জামাতা আতিকুল ইসলাম আতিক (৩৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে মহিষখোচা বাজার থেকে যাত্রীবাহী অটোরিকশাটি আদিতমারীর দিকে যাচ্ছিল। পথে আনছার খাঁর পুকুরপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই আতিকুল ইসলাম মারা যান। আহত বকুল মিয়াকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার পরিস্থিতি আরো খারাপ হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, কিন্তু সেখানেও তিনি মারা যান। আহত নারী যাত্রীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই দুর্ঘটনায় দুজনের মৃত্যু নিশ্চিত করেছেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আকবর।