আইটেম গানে পূজা হেগড়ে, পারিশ্রমিক ৬ কোটি টাকা
কোহলির সামনে এখন শুধুই টেন্ডুলকার
অ্যালেনার ইতিহাস, প্রোটিয়াদের গুঁড়িয়ে দিলো অস্ট্রেলিয়া
বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে: তারেক রহমান
চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত
পটুয়াখালীতে পরীক্ষার্থীর অসদুপায় অবলম্বন গ্রেপ্তার ৩
নতুন পে-স্কেলের অর্থ যোগানের সুসংবাদ পেলেন সরকারি চাকরিজীবীরা
ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে নিহত ১
বিচ্ছেদ গুঞ্জন, স্বামীকে ট্যাগ দিয়ে পোস্টে জবাব দিলেন পূর্ণিমা
কুড়িগ্রামে অভিযানে গিয়ে হামলার শিকার ৬ পুলিশ সদস্য
কুয়াকাটায় আবাসিক হোটেল-মোটেলসহ সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
- আপডেট সময় ১২ ঘন্টা আগে
- / ৪ বার পড়া হয়েছে
ভ্যাট কর্মকর্তাকে প্রত্যাহার না করার কারণে পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেল, মোটেল, রিসোর্টসহ সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। শনিবার (২৫ অক্টোবর) সকালে কুয়াকাটা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। এ ঘোষণা কার্যকর হবে বলে জানানো হয় সোমবার (২৭ অক্টোবর) থেকে। কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম.এ মোতালেব শরীফ এ তথ্য জানান। ব্যবসায়ীদের অভিযোগ, ৮ অক্টোবর হোটেল সৈকতে এসে সহকারী কমিশনার (ভ্যাট) এ কে এম জামিউল আলম ম্যানেজারের সঙ্গে অসৌজন্য আচরণ করেন। তখন হোটেল সৈকতের মালিক উপস্থিত না থাকায় ম্যানেজার বাধ্য হয়ে হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে কথা বলতে অনুরোধ করেন। সভাপতির বক্তৃতা শুনে ক্ষিপ্ত হয়ে কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতিকে নিয়েও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। বক্তারা আরও বলেন, কুয়াকাটা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এখানে ব্যবসায়ীদের সঙ্গে সরকারি কর্মকর্তার এমন আচরণ পর্যটন খাতের জন্য অশুভ সংকেত। তারা অবিলম্বে ওই কর্মকর্তাকে পটুয়াখালী জেলা থেকে প্রত্যাহার করার দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, হোটেল আল হেরা চেয়ারম্যান মাইনুল ইসলাম মান্নান, কুয়াকাটা শিল্পী গোষ্ঠীর সভাপতি হোসাইন আমির, কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চু, রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ ১৬টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম. এ মোতালেব শরীফ বলেন, আমরা কুয়াকাটা সব ব্যবসায়ীরা সঠিক সময়ে সরকারের ভ্যাট দিয়ে আসছি। কিন্তু ভ্যাট সংগ্রহের সময় অফিসার অশ্লীল ও বাজে মন্তব্য করেন, যা অত্যন্ত অগ্রহণযোগ্য। আমরা আগামী রোববারের মধ্যে তার প্রত্যাহার চাইছি। নাহলে সোমবার থেকে সব হোটেল, মোটেল এবং রেস্টুরেন্টে তালা ঝুলিয়ে কর্মবিরতিতে নামবে সবাই। এই বিষয়টি নিয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সচিব কাউসার হামিদ বলেন, আমরা বিষয়টি জানি। জেলা প্রশাসকের মাধ্যমে ভ্যাট বিভাগের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রিন্ট






















