, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ‘বাম, শাহবাগি, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে’—জাবি ছাত্রশিবির সেক্রেটারি মোস্তাফিজ Logo বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভায় নৈরাজ্য ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ Logo হাদি হত্যার দায় সরকারকে নিতে হবে: রুমিন ফারহানা Logo সংস্কৃতি চর্চাবিরোধী গোষ্ঠী পরিস্থিতির সুযোগ নিয়েছে: ছায়ানট Logo হাদির মৃত্যুর কারণ অনুসন্ধানে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জাতিসংঘের Logo শহীদ ওসমান হাদির রক্ত আমাদের ঐক্যবদ্ধ করুক: ডা. শফিকুর রহমান Logo বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার পরামর্শ শশী থারুরের Logo ওসমান হাদির মরদেহ রাখা হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে Logo কাল দেশে পৌঁছাবে সুদানে নিহত ৬ বাংলাদেশি সেনার মরদেহ Logo গণতান্ত্রিক উত্তরণ রোধ করা যাবে না: সালাহউদ্দিন আহমদ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

নওগাঁয় স্ত্রীর মৃত্যুর ১১ ঘণ্টা পর মারা গেলেন স্বামী

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / ৪২ বার পড়া হয়েছে

নওগাঁর বদলগাছী উপজেলার কাদিবাড়ী মৃধাপাড়া গ্রামে হৃদয়স্পর্শী এক ঘটনা ঘটেছে। স্ত্রীর মৃত্যুর মাত্র এগারো ঘণ্টা পর স্বামীও ইন্তেকাল করেছেন। আজ শনিবার সকাল ১১টায় জানাজা সম্পন্ন হওয়ার পরে তাদের দেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঐ দম্পতির নাম জলিলুর রহমান (৭০) ও আঞ্জুয়ারা বেগম (৬৫)। গতকাল শুক্রবার দুপুর ১টা ২৫ মিনিটে নিজ বাসায় মারা যান আঞ্জুয়ারা। এরপর রাত ১২টা ২৫ মিনিটে নওগাঁ সদর হাসপাতালে মৃত্যু হয় জলিলুরের। তাদের দাম্পত্য জীবন ছিল প্রায় চুরাশি বছর দীর্ঘ। সংসারে তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। গ্রামবাসী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথোপকথনে জানা গেছে, জলিলুর রহমান অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। কিছুদিন ধরে তিনি কিছুটা অসুস্থ ছিলেন। গতকাল দুপুরে হঠাৎ মারা যান তার স্ত্রী আঞ্জুয়ারা। এর পর তারও অসুস্থতা বেড়ে যায়। একপর্যায়ে তাকে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা রাতের দিকে তাকে মৃত ঘোষণা করেন। এই দম্পতির মৃত্যুর পর তাদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তাদের বড় ছেলে রাকিবুল হাসান বলেন, “আমার বাবা কিছুটা অসুস্থ ছিলেন। গতকাল দুপুরে মা মারা যান। এরপর বাবা খুবই অসুস্থ হয়ে পড়েন। নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পর রাত ১২টার পর তিনি মারা যান। আমরা এখন অন্ধকারে পড়েছি।” এই শোকের মুহূর্তে বদলগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও কাদিবাড়ী গ্রামের বাসিন্দা মন্টু মৃধা বলেন, “জলিলুর রহমান ও তার স্ত্রী আঞ্জুয়ারা বেগম খুব ভালো মানুষ ছিলেন। তারা ১১ ঘণ্টার ব্যবধানে মারা গেছেন। এই ঘটনায় গ্রামে ভারি শোকের ছায়া নেমে এসেছে। তারা দুজনই একে অন্যের ছায়া ছিলেন, তাই আলাদা থাকতে পারেননি।”


প্রিন্ট
ট্যাগস

নিউজটি শেয়ার করুন

নওগাঁয় স্ত্রীর মৃত্যুর ১১ ঘণ্টা পর মারা গেলেন স্বামী

আপডেট সময় ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

নওগাঁর বদলগাছী উপজেলার কাদিবাড়ী মৃধাপাড়া গ্রামে হৃদয়স্পর্শী এক ঘটনা ঘটেছে। স্ত্রীর মৃত্যুর মাত্র এগারো ঘণ্টা পর স্বামীও ইন্তেকাল করেছেন। আজ শনিবার সকাল ১১টায় জানাজা সম্পন্ন হওয়ার পরে তাদের দেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঐ দম্পতির নাম জলিলুর রহমান (৭০) ও আঞ্জুয়ারা বেগম (৬৫)। গতকাল শুক্রবার দুপুর ১টা ২৫ মিনিটে নিজ বাসায় মারা যান আঞ্জুয়ারা। এরপর রাত ১২টা ২৫ মিনিটে নওগাঁ সদর হাসপাতালে মৃত্যু হয় জলিলুরের। তাদের দাম্পত্য জীবন ছিল প্রায় চুরাশি বছর দীর্ঘ। সংসারে তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। গ্রামবাসী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথোপকথনে জানা গেছে, জলিলুর রহমান অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। কিছুদিন ধরে তিনি কিছুটা অসুস্থ ছিলেন। গতকাল দুপুরে হঠাৎ মারা যান তার স্ত্রী আঞ্জুয়ারা। এর পর তারও অসুস্থতা বেড়ে যায়। একপর্যায়ে তাকে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা রাতের দিকে তাকে মৃত ঘোষণা করেন। এই দম্পতির মৃত্যুর পর তাদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তাদের বড় ছেলে রাকিবুল হাসান বলেন, “আমার বাবা কিছুটা অসুস্থ ছিলেন। গতকাল দুপুরে মা মারা যান। এরপর বাবা খুবই অসুস্থ হয়ে পড়েন। নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পর রাত ১২টার পর তিনি মারা যান। আমরা এখন অন্ধকারে পড়েছি।” এই শোকের মুহূর্তে বদলগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও কাদিবাড়ী গ্রামের বাসিন্দা মন্টু মৃধা বলেন, “জলিলুর রহমান ও তার স্ত্রী আঞ্জুয়ারা বেগম খুব ভালো মানুষ ছিলেন। তারা ১১ ঘণ্টার ব্যবধানে মারা গেছেন। এই ঘটনায় গ্রামে ভারি শোকের ছায়া নেমে এসেছে। তারা দুজনই একে অন্যের ছায়া ছিলেন, তাই আলাদা থাকতে পারেননি।”


প্রিন্ট