গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় মো. মিরাজ মিয়া (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. মিরাজ মিয়া, তিনি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের জব্বার মিয়ার ছেলে। ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই মো. রোমান মোল্যা জানান, সকালে একটি ট্রাক বিকল হয়ে ডুমদিয়া এলাকার সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। সেই সময় ঢাকাগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মিরাজ মিয়া মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।