, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / ১৩ বার পড়া হয়েছে

জামালপুরে কাভার্ডভ্যান ও ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রসহ চারজনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও ছয়জন। সোমবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের জামালপুরের অর্থনৈতিক অঞ্চলের গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। এই বিষয়ে নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব। নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার নারায়ণপুর এলাকার ময়েজ উদ্দিনের ছেলে চান মিয়া (৬০), সরিষাবাড়ি উপজেলার সানাকৈর পূর্বপাড়া এলাকার হায়দার আলীর ছেলে রাশেদ মিয়া (১৮), সরিষাবাড়ি উচ্চগ্রাম এলাকার শরিফ উদ্দিনের স্ত্রী আরিফা আক্তার পলি (২২)। অন্য একজনের পরিচয় জানা যায়নি। নিহত রাশেদ মিয়া ময়মনসিংহ পলিটেকনিক কলেজের ছাত্র এবং আরিফা আক্তার জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী। এই ঘটনায় আরও আহত হয়েছে আরশ (৫), জাহাঙ্গীর (৩৪), সাদিকা (২৮), ফারজানা (২৫) সহ মোট দুইজন। আহতদের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে টাঙ্গাইলগামী একটি কাভার্ডভ্যান জামালপুর অর্থনৈতিক অঞ্চলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাশেদ মিয়া নামে এক কলেজ শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চান মিয়া ও আরিফা আক্তার পলি মৃত্যুবরণ করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতাল পাঠানো হয়েছে। ট্রাকটি দুর্ঘটনার স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে রাস্তার পাশে রেখে চালক পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। কাভার্ডভ্যান ও ইজিবাইকটি থানায় নেওয়া হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪

আপডেট সময় ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

জামালপুরে কাভার্ডভ্যান ও ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রসহ চারজনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও ছয়জন। সোমবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের জামালপুরের অর্থনৈতিক অঞ্চলের গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। এই বিষয়ে নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব। নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার নারায়ণপুর এলাকার ময়েজ উদ্দিনের ছেলে চান মিয়া (৬০), সরিষাবাড়ি উপজেলার সানাকৈর পূর্বপাড়া এলাকার হায়দার আলীর ছেলে রাশেদ মিয়া (১৮), সরিষাবাড়ি উচ্চগ্রাম এলাকার শরিফ উদ্দিনের স্ত্রী আরিফা আক্তার পলি (২২)। অন্য একজনের পরিচয় জানা যায়নি। নিহত রাশেদ মিয়া ময়মনসিংহ পলিটেকনিক কলেজের ছাত্র এবং আরিফা আক্তার জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী। এই ঘটনায় আরও আহত হয়েছে আরশ (৫), জাহাঙ্গীর (৩৪), সাদিকা (২৮), ফারজানা (২৫) সহ মোট দুইজন। আহতদের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে টাঙ্গাইলগামী একটি কাভার্ডভ্যান জামালপুর অর্থনৈতিক অঞ্চলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাশেদ মিয়া নামে এক কলেজ শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চান মিয়া ও আরিফা আক্তার পলি মৃত্যুবরণ করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতাল পাঠানো হয়েছে। ট্রাকটি দুর্ঘটনার স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে রাস্তার পাশে রেখে চালক পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। কাভার্ডভ্যান ও ইজিবাইকটি থানায় নেওয়া হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


প্রিন্ট