নানান আয়োজনে বগুড়ায় উদযাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। সোমবার (২৭ অক্টোবর) ভোর ছয়টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বিকেলে চারটায় শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি। এতে অংশ নেন বগুড়া শহরসহ ১২টি উপজেলার যুবদলের সকল ইউনিটের নেতৃবৃন্দ। র্যালির আগে, বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসানের পরিচালনায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই বীরের মতো দেশে ফিরবেন। তার আগমন হবে রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে স্মরণীয় ও বড় প্রত্যাবর্তন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায় যুবদল শুরু থেকেই একযোগে কাজ করে যাচ্ছে। তাদের অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় রাজপথে বিভিন্ন সংগ্রামে নেতৃবৃন্দরা মূল নেতৃত্ব দিয়ে এসেছেন। এজন্য তিনি সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানান। সংক্ষিপ্ত ভাষণের শেষে, বাদ্যযন্ত্রের সুরে এবং নেতাকর্মীদের উদ্দাম উচ্ছ্বাসে, আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালির সূচনা হয়। প্রায় ১০ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এ র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো দিয়ে চলে। জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানের নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সহ-সভাপতি ফেরদৌস আজম সুমন, তাজমিলুর রহমান বিচিত্র, অ্যাডভোকেট এনামুল হক পান্না, সবুজ দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন সোহাগ, মিনহাজুল ইসলাম রিমন, ইমরান হোসেন, বাবুল প্রধান ও মিল্লাত হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন ও মোসলেম উদ্দিন স্বপনসহ আরও অনেকে।