খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
এনসিপির সভায় উত্তেজনা: তর্কে জড়ালেন সারজিস আলম
- আপডেট সময় ১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সভা সম্পন্ন হওয়ার পর প্রেস কনফারেন্সের মুহূর্তে উত্তপ্ত বিতণ্ডায় জড়িয়ে পড়েন দলের উত্তরাঞ্চলের মূল সংগঠক সারজিস আলম ও ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ওমর ফারুক। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় শহরের সিটি ড্রিম কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ওই সভার পরে এ ঘটনা ঘটে। সভা শেষে মঞ্চে থাকা জেলা নেতাদের উদ্দেশ্যে ওমর ফারুক মন্তব্য করেন, ‘এরা দালাল, এরা ছাত্রলীগ ও জামায়াতের সঙ্গে যোগসূত্র রয়েছে।’ এ মন্তব্যের ফলে সভায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ ওমর ফারুক বলেন, ‘এনসিপির অনুষ্ঠানে ছাত্রলীগের ক্যাডাররা উপস্থিত! আমরা এই এলাকার স্টেকহোল্ডার! উনি জামায়াতের লোক!’ এ সময় সারজিস আলম শান্ত থাকার অনুরোধ জানিয়ে বলেন, ‘প্রেস কনফারেন্স শেষ হওয়ার পরে এ বিষয়ে আলোচনা হবে।’ কিন্তু ওমর ফারুক আবার মন্তব্য করলে সারজিস আলম চেয়ার ছেড়ে উঠে তার সঙ্গে তর্কে লিপ্ত হন। তিনি বলেন, ‘জামায়াতের কেউ কি এনসিপিতে আসতে পারে? আপনি এখানে আসছেন কেন? আপনার কি সমস্যা? মিডিয়ায় এসব কথা বলা ঠিক নয়।’ পরে পরিস্থিতি শান্ত হলে সারজিস আলম সাংবাদিকদের বলেন, ‘এনসিপি এখনও কোনো নির্বাচনী জোটের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। তবে যারা জুলাই সনদের সংস্কার ও শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে, তাদের সঙ্গে জোট গঠন করা যেতে পারে।’ নির্বাচনের বিষয়টি জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘নির্বাচনের সময়সীমা নিয়ে আমাদের আপত্তি নেই। ফেব্রুয়ারিতেও ভোট হতে পারে। তবে এর আগে সরকারকে জুলাই সনদের আইনি ভিত্তি স্থাপন করতে হবে, সনদ বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে এবং বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। পাশাপাশি, নির্বাচনের জন্য স্বাধীন ও নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি করতে হবে। তখনই ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেওয়ার জন্য আমাদের আপত্তি থাকবে না।’ প্রতীক বিষয়ে তিনি বলেন, ‘কোনো আইনি বাধা থাকলেও এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার জন্য নানা অযৌক্তিক বাধা সৃষ্টি হচ্ছে। আমরা পরিষ্কারভাবে জানিয়েছি- যেহেতু আইনি বাধা নেই, তাই শাপলাই আমাদের চূড়ান্ত পছন্দ। আমরা শাপলা প্রতীক নিয়ে আগামী সংসদ নির্বাচনে অংশ নেব।’ জুলাই সনদ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা জুলাই সনদে স্বাক্ষর করিনি, কারণ এর আইনি ভিত্তি ও মৌলিক সংস্কার বাস্তবায়ন স্পষ্ট নয়। গণভোটে সনদ পাস হলেও সরকার তা বাস্তবায়ন করবে কি না, তা অনিশ্চিত। তাই জনগণের প্রত্যাশার বিপরীতে গিয়ে এনসিপি সনদে স্বাক্ষর করেনি।’ সভায় উপস্থিত ছিলেন- এনসিপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, মানিকগঞ্জ জেলা সমন্বয়কারী জাহিদ তালুকদার, যুগ্ম সমন্বয়কারী এ এইচ এম মাহফুজসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রিন্ট















