চট্টগ্রামের সাগরিকা এলাকায় একটি চলন্ত ট্রেনের সঙ্গে একটি পণ্যবাহী লরি ধাক্কা লেগেছে। এর ফলে একটি বগি সহ ট্রেনের ইঞ্জিন উল্টে পড়ে রেললাইনের উপর। লরির ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে (২৮ অক্টোবর) এই দুর্ঘটনা ঘটে চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায়। নিহত ব্যক্তির নাম শামসুল হাই, বয়স ৬০ বছর। তিনি চট্টগ্রাম নগরের পাহাড়তলীর দিদার কলোনিতে বসবাস করতেন। নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন তিনি। রেলওয়ে সূত্র জানিয়েছে, ভোর ৪টায় চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড থেকে মালবাহী ট্রেন ঢাকার দিকে রওনা দেয়। ভোর ৪টা ২০ মিনিটের দিকে সাগরিকার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পাশে ট্রেনটি অতিক্রম করছিল। তখনই লরিটি রেললাইনে ঢুকে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা দেয়। এর ফলে ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর ট্রেনের বাকি মালবাহী বগিগুলো সিজিপিওয়াই স্টেশনে নিয়ে আসা হয়েছে। রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান জানান, প্রথমদিকের তথ্য অনুযায়ী দুর্ঘটনায় গেটম্যানের অবহেলা রয়েছে। গেটটি খোলা ছিল। ফলে দ্রুতগামী লরিটি মালবাহী ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়। উদ্ধারকর্মীদের ক্রেন পাঠানো হয়েছে। উদ্ধার কাজ চলছে। তদন্তের ভিত্তিতে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ট্রাক ও মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে মালবাহী ট্রেনের চলাচল বন্ধ রয়েছে। এই রেললাইনটি মূলত মালবাহী ট্রেন ও কনটেইনার পরিবহনের জন্য ব্যবহৃত হয়। এতে যাত্রীবাহী ট্রেন চলাচলে কোনও সমস্যা হয়নি।