গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পটু (৪৬) কে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার (২৭ অক্টোবর) রাত দশটার দিকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম পটু, কোটালীপাড়া উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ডহরপাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। পুলিশ জানায়, ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা নিয়ে কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কের উপর গাছ ফেলে বিক্ষোভ করেন। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং চলাচলে বিঘ্ন ঘটে। এই ঘটনায় কোটালীপাড়া থানায় বাদি হয়ে ১৫৫ জনের নাম উল্লেখ করে এবং আরও এক হাজার পাঁচশ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের হয়। কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, এই মামলায় কোটালীপাড়া উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পটু কে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, এই ঘটনায় এখন পর্যন্ত কোটালীপাড়া থেকে ৭১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।