শেরপুরের সদর উপজেলায় স্ত্রী সঙ্গে পরকীয়ার সন্দেহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি কান্দাশেরী এলাকার এই ঘটনা ঘটে। মৃত একাব্বর মিয়া (২৮) ওই এলাকার মৃত হায়দার আলীর দ্বিতীয় সন্তান। স্বজনরা জানায়, ফারুক মিয়ার স্ত্রীর সঙ্গে বড় ভাই একাব্বরের প্রেমের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ ছিল। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হত। আজ সকালেও তাদের মধ্যে তর্কবিতণ্ডা হয়। একপর্যায়ে ফারুক বড় ভাই একাব্বরকে রামদা দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় একাব্বরকে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। শেরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. প্রমা জানান, একাব্বরের হাতে, গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। পরবর্তী সময়ে তার পরিস্থিতি আরও খারাপ হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে ভাইয়ের হাতে ভাই খুনের এই ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেছে। তবে এখনো কাউকে আটক করা হয়নি। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।