শেরপুরের নকলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে এসে বাদশা মিয়া (৪৮) নামে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে নকলা উপজেলা কাচারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মালিহা নুঝাত। নিহত বাদশা মিয়া উপজেলার উরফা দক্ষিণপাড়া এলাকার মৃত ছফর উদ্দিনের সন্তান। তিনি দুই সন্তানের বাবা ও পেশায় একজন কৃষক ছিলেন। নকলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদুর রহমান জানান, বাদশা মিয়া বিএনপির একনিষ্ঠ কর্মী ছিলেন। নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে মিছিলের মাধ্যমে বাদশা মিয়া উপস্থিত হন। হঠাৎ অসুস্থ অনুভব করলে তিনি সভাস্থল ত্যাগ করে শহরের কাচারী মসজিদ এলাকার রাস্তায় পড়ে যান। পরে দলের অন্যরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নকলা উপজেলা বিএনপির নেতা ও সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক এনামুল হক রিপন বলেন, নিহত বাদশা মিয়া উরফা ইউনিয়ন যুবদলের একজন নিবেদিত কর্মী ও জিয়াউর রহমানের আদর্শের অনুসারী ছিলেন। তার মৃত্যুতে নকলা উপজেলা যুবদলের অপূরণীয় ক্ষতি হলো। তার অবদান সত্যিই প্রশংসনীয়। এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে বাদশা মিয়ার মৃত্যু হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ব্যাপারে নকলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।