খুলনায় দৌলতপুরে দুটি বাড়িতে ফিল্মি স্টাইলে সন্ত্রাসীরা ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালায়। মঙ্গলবার ভোরের দিকে নগরীর মহেশ্বরপাশা কার্তিককুল ও খুটিরঘাট এলাকায় এই ঘটনা ঘটে। এই সময় তারা সিসি ক্যামেরাসহ বাড়ির জানালার গ্লাস ভেঙে দেয়। পরে ট্রিপল নাইনের ফোনে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এলাকাবাসী ও পুলিশের তথ্য অনুযায়ী, ভোর সাড়ে পাঁচটার দিকে চারটি মোটরসাইকেলযোগে আটজন অস্ত্রধারী কার্তিককুলের খুলনা কুয়েটের কর্মচারী মো. মুহসিন লিটুর বাড়ির সামনে আসে। তারা দ্রুত গুলিবর্ষণ করে এবং মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এরপর সন্ত্রাসীরা মহেশ্বরপাশা পশ্চিমপাড়া খুটিরঘাটের মাদক ব্যবসায়ী কানা মেহেদীর বাড়িতে গুলি চালায়। গুলির শব্দ শুনে মুসল্লিরা নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে ঘটনাস্থলে এসে ৬ রাউন্ড শটগানের গুলির খোসা পড়ে থাকতে দেখে। এই ঘটনার সিসি ফুটেজ দেখে পুলিশ সন্ত্রাসীদের গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছে।