খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ
- আপডেট সময় ১০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
প্রায় আট মাস ধরে গ্যাসের অভাবে বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ করে পুনরায় উৎপাদন শুরুর দাবিতে বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল নয়টায় আশুগঞ্জ সার কারখানার সামনে এ কর্মসূচি পালন করে শ্রমিক-কর্মচারী ইউনিয়ন। উৎপাদন চলাকালীন ১ মার্চ থেকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এর ফলে প্রতিদিন কমপক্ষে সাড়ে এগারোশ’ টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হচ্ছে, যার বাজারমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভার সভাপতি মো. বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) তাজুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আবু কাউসার, বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ, এবং সাংগঠনিক সম্পাদক সাদী মো. তানভীর রহমানসহ অন্যরা। বক্তারা বলেন, মানসম্পন্ন ইউরিয়া উৎপাদনের জন্য আশুগঞ্জ সার কারখানার চাহিদা বেশি। এই কারখানা চালু থাকলে সরকারের লাভ হবে। কিন্তু কিছু চোরাকারবারি বিদেশ থেকে সার আমদানির মাধ্যমে কমিশন বাণিজ্য করছে, ফলে আশুগঞ্জ সার কারখানায় গ্যাসের সরবরাহ অনেক সময় বন্ধ থাকে। এর ফলে কারখানাটি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান হয়ে উঠছে। দ্রুত গ্যাস সরবরাহ করে উৎপাদন চালু না করলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন বক্তারা। শেষে সমাবেশের পরে কারখানা চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রিন্ট















