নওগাঁর পোরশা উপজেলার ছাওড় ইউনিয়নের পারিলা গ্রামে একটি খাল থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত দেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) সকালে ঘটনাস্থলে পৌঁছে খাল থেকে মরদেহটি সংগ্রহ করে পুলিশ। পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, সকালে কিছু স্থানীয় কৃষক খালে ভাসমান অবস্থায় নারীর দেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে দ্রুত পুলিশ সেখানে গিয়ে দেহটি উদ্ধার করে। আরও বললেন, দেহটি অর্ধগলিত থাকায় এখনো পর্যন্ত তার পরিচয় জানা সম্ভব হয়নি। প্রথমে ধারণা করা হচ্ছে, কিছু দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। ওসি মিন্টু রহমান বললেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।