জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ কার্যকর না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই। ফলে এর সম্পূর্ণ বাস্তবায়নই সরকারের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর পর্যটন মোটেলে দলের বিভাগীয় সাংগঠনিক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। এর আগে সকাল থেকেই বিভাগের বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন দলের শীর্ষ নেতারা। নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পর দেশে দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্রে নানা সংকট দেখা দিয়েছে। এই সংকট মোকাবেলায় রাজনৈতিক মতপার্থক্য ও ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্য গঠনই এখন সময়ের দাবি। একই সঙ্গে যদি বর্তমান সরকার জুলাই সনদ জারিতে গড়িমসি করে, তবে জনগণের সামনে তাদেরকেও আসতে হবে। নির্বাচনে দলের জোটের প্রসঙ্গে নাহিদ বলেন, এনসিপি এখনই কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি, বরং নিজস্ব সংগঠন ও নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। শাপলা প্রতীক নিয়ে তিনি বলেন, যদি প্রতীক না পাওয়া যায়, তাহলে নির্বাচন কমিশনকে আইনি ব্যাখ্যা দিতে হবে। তবে নতুন দলের সঙ্গে প্রতীক না থাকলে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। এ সময় উত্তরাঞ্চলের আঞ্চলিক বৈষম্য নিরসনের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পক্ষে দলের নেতারা পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।