, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

খুলনায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / ২৪ বার পড়া হয়েছে

খুলনা রূপসা উপজেলার কাজদিয়া বাজারে ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে বিএনপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপজেলার কাজদিয়া বাজারে ওবায়েদ ফার্মেসির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দলীয় মনোনয়ন লাভের আশায় খুলনা-৪ আসনের বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক আলাদা আলাদা গণসংযোগ চালাচ্ছিলেন। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণায় পারভেজ মল্লিকের রূপসা উপজেলা সদর কাজদিয়া বাজারে উপস্থিত হওয়ার কথা ছিল। এই খবর পেয়ে যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্রনেতা শান্ত শেখের নেতৃত্বে তার অনুসারীরা কাজদিয়া বাজারে অবস্থান নেন। ঠিক তখনই বিএনপির প্রতিপক্ষ গোষ্ঠীর কয়েকজন সদস্য তাদের ওপর হামলা চালায়। এতে শান্ত শেখ, শাহজাহান ও ইমরানসহ মোট পাঁচজন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ফেসবুক স্ট্যাটাস নিয়ে খুলনা-৪ আসনের বিএনপির দুই মনোনয়ন প্রত্যাশীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ সংঘটিত হয়।


প্রিন্ট
ট্যাগস

নিউজটি শেয়ার করুন

খুলনায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫

আপডেট সময় ০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

খুলনা রূপসা উপজেলার কাজদিয়া বাজারে ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে বিএনপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপজেলার কাজদিয়া বাজারে ওবায়েদ ফার্মেসির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দলীয় মনোনয়ন লাভের আশায় খুলনা-৪ আসনের বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক আলাদা আলাদা গণসংযোগ চালাচ্ছিলেন। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণায় পারভেজ মল্লিকের রূপসা উপজেলা সদর কাজদিয়া বাজারে উপস্থিত হওয়ার কথা ছিল। এই খবর পেয়ে যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্রনেতা শান্ত শেখের নেতৃত্বে তার অনুসারীরা কাজদিয়া বাজারে অবস্থান নেন। ঠিক তখনই বিএনপির প্রতিপক্ষ গোষ্ঠীর কয়েকজন সদস্য তাদের ওপর হামলা চালায়। এতে শান্ত শেখ, শাহজাহান ও ইমরানসহ মোট পাঁচজন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ফেসবুক স্ট্যাটাস নিয়ে খুলনা-৪ আসনের বিএনপির দুই মনোনয়ন প্রত্যাশীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ সংঘটিত হয়।


প্রিন্ট