ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকার একটি ভবনের জানালা দিয়ে ছাদ থেকে কাপড় তুলতে গিয়ে বিদ্যুতের তারের স্পর্শে মহিলাসহ সাত শিক্ষার্থী ও এক আয়া দগ্ধ হন। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে দারুন নাজাত মহিলা মাদরাসায়। আহতদের প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাঁদের পরিস্থিতি গুরুতর হওয়ায় আটজনকেই উন্নত চিকিৎসার্থে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আহতরা হলেন— তালগাটি গ্রামের নুরুল হকের মেয়ে নুসরাত (১০), সিরাজগঞ্জের আবু সাইদের মেয়ে সাদিয়া খাতুন (৬), সাদেকপুরের মজনু মিয়ার মেয়ে রওজা আক্তার (১২), শিক্ষার্থী আফরিন, তাইবা, ভাদুঘর এলাকার কাবির মিয়ার মেয়ে জান্নাতুল মাওয়া (৮), শিমরাইলের আনোয়ার হোসেনের মেয়ে উম্মে আইমান (৫) এবং মাদরাসার আয়া তুফাজ্জল হোসেনের স্ত্রী আলেয়া (২২)। মাদরাসার কর্তৃপক্ষ জানায়, ভবনের চারতলা থেকে একটি কাপড় পড়ে গিয়ে পাশের বিদ্যুতের তারের ওপর পড়ে। আয়া আলেয়া জানালা দিয়ে একটি লম্বা স্টিলের পাইপ দিয়ে কাপড়টি তুলতে গেলে পাইপটি বিদ্যুতের তারে স্পর্শ করে। সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং দগ্ধ হন। ওই সময় আগুনের স্ফুলিঙ্গ ঘরে ছড়িয়ে পড়ে, ফলে ভেতরে থাকা শিক্ষার্থীরাও দগ্ধ হয়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।