খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি চাই না : নুরুদ্দিন আহাম্মেদ অপু
- আপডেট সময় ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, “আমরা কোনও প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। আমাদের লক্ষ্য মানুষকে ভালোবাসার বার্তা দিয়ে তাদের হৃদয় জয় করা।” মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুর ২টায় নিজ নির্বাচনী এলাকা শরীয়তপুরে যাওয়ার পথে শরীয়তপুর মডেল টাউনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দীর্ঘ আট বছর পর নিজ এলাকায় ফিরে এসে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “২০১৮ সালে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমানের নির্দেশে আপনাদের ভালোবাসতে এসেছিলাম। কিন্তু আপনাদের মধ্যে থেকে আমার ভালোবাসা ছিনিয়ে নেওয়া হয়েছে। সেই দিনগুলোতে স্বৈরাচার আওয়ামী লীগের গুন্ডাদের হামলায় শরীয়তপুরের রাস্তাগুলো রক্তে রঞ্জিত হয়েছিল। আমরা সেই স্মৃতি ভুলিনি।” তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দমন-পীড়নের কারণে এই শরীয়তপুরে দীর্ঘ ১৭ বছর কোনও উন্নয়ন হয়নি। তারা শরীয়তপুর থেকে ঢাকা যাওয়ার রাস্তা পর্যন্ত নির্মাণ করতে পারেনি। আমি আপনাদের আশ্বাস দিচ্ছি— যদি সহযোগিতা পান, তবে ভবিষ্যতে শরীয়তপুরকে বাংলাদেশের একটি আদর্শ জেলায় রূপান্তরিত করব।” নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের মধ্যেই আমাকে পাঠিয়েছে। কেউ যেন মানুষের মনে কষ্ট না দেয়, দলের মধ্যে বিভেদ সৃষ্টি না করে। আমরা প্রমাণ করব— শরীয়তপুর বিএনপির ঘাঁটি। এখান থেকে শুরু করতে চাই, বিএনপির তৃণমূলের কোনও বিভেদ নেই; সবাই এক। এজন্য আপনারা সার্বিক সহযোগিতা করবেন।” পথসভায় বক্তব্য রাখেন— কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপির ফরিদপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এস এম ফয়সাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহাম্মেদ ঝিন্টু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদ আহাম্মেদ আসলাম, মাহবুব আলম তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার প্রমুখ। উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। নির্বাচনের ছয় দিন আগে কোদালপুর থেকে মিছিল নিয়ে গোসাইরহাট যাওয়ার পথে আওয়ামী লীগ প্রার্থী নাহিম রাজ্জাকের নির্দেশে তার মিছিলে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। ওই ঘটনায় অপু গুরুতর আহত হন এবং পরে হেলিকপ্টারে করে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর অর্থপাচার ও সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা হয় এবং প্রায় সাত বছর কারাবরণ করেন।
প্রিন্ট















