বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি করা খুবই জরুরি। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর টাউন হলের মিলনায়তনে আয়োজিত বই পাঠ ও সাহিত্য বিষয়ক কুইজ প্রতিযোগিতার প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। এ্যানী আরও বলেন, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ব্যস্ত রাখার পাশাপাশি তাদের মোবাইল ও মাদক থেকে দূরে রাখা এবং সামাজিক সচেতনতা তৈরি করা প্রয়োজন। বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, বই পড়ার প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞানার্জন ও ভালো-মন্দের পার্থক্য বুঝতে সাহায্য করে। সংক্ষেপে, এটি মাদকবিরোধী প্রচারণারও গুরুত্বপূর্ণ উপায়। তিনি আরও বলেন, বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে ফেসবুক ও স্মার্টফোন ব্যবহারের প্রবণতা বেশি। তবে যদি এটি ইতিবাচক কাজে ব্যবহার হয়, তা শিক্ষার্থীদের জন্য উপকারী হতে পারে। লক্ষ্মীপুর টাউন লাইব্রেরির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হেলাল উদ্দিন মাহমুদ, হারুনুর রশিদ বাবলু, সাইফুল ইসলাম তপন প্রমুখ। প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন প্রফেসর গিয়াস উদ্দিন ও কার্তিক সেনগুপ্ত।