, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

পাঁচবিবিতে যুবদলের সভায় যাওয়ার পথে দুর্ঘটনা, আহত ৩৫

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / ১৫ বার পড়া হয়েছে

জয়পুরহাটের পাঁচবিবিতে যুবদলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশ নেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার আওলাই ইউনিয়নের হরেন্দা রুনিহারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ, নেতাকর্মী ও স্থানীয় সূত্র জানায়, জয়পুরহাটের পাঁচবিবিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে অংশগ্রহণ করতে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি দিয়ে নেতাকর্মীরা আওলাই এলাকা থেকে আসছিলেন। পথে হরেন্দা রুনিহারী এলাকায় একটি ভটভটিকে অন্য একটি ভটভটি ওভারটেক করার সময় সংঘর্ষ হয় এবং উল্টে যায়। এতে দুই ভটভটিতে থাকা প্রায় ৩৫ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে ১০ জন জয়পুরহাট জেনারেল হাসপাতাল এবং গুরুতর আহত ২ জনকে বগুড়ায় পাঠানো হয়েছে। এ ব্যাপারে পাঁচবিবি থানার ওসি নিয়ামুল হক বলেন, হরেন্দা এলাকায় একটি ভটভটিকে অন্য ভটভটি ওভারটেক করার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

পাঁচবিবিতে যুবদলের সভায় যাওয়ার পথে দুর্ঘটনা, আহত ৩৫

আপডেট সময় ০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবিতে যুবদলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশ নেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার আওলাই ইউনিয়নের হরেন্দা রুনিহারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ, নেতাকর্মী ও স্থানীয় সূত্র জানায়, জয়পুরহাটের পাঁচবিবিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে অংশগ্রহণ করতে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি দিয়ে নেতাকর্মীরা আওলাই এলাকা থেকে আসছিলেন। পথে হরেন্দা রুনিহারী এলাকায় একটি ভটভটিকে অন্য একটি ভটভটি ওভারটেক করার সময় সংঘর্ষ হয় এবং উল্টে যায়। এতে দুই ভটভটিতে থাকা প্রায় ৩৫ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে ১০ জন জয়পুরহাট জেনারেল হাসপাতাল এবং গুরুতর আহত ২ জনকে বগুড়ায় পাঠানো হয়েছে। এ ব্যাপারে পাঁচবিবি থানার ওসি নিয়ামুল হক বলেন, হরেন্দা এলাকায় একটি ভটভটিকে অন্য ভটভটি ওভারটেক করার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।


প্রিন্ট