খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
জুতা পায়ে শহীদ মিনারে বক্তব্য দিলেন জাকের পার্টির নেতা
- আপডেট সময় ০৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
জয়পুরহাট জাকের পার্টির নির্বাচনী সমাবেশে মঞ্চে জুতা পরে বক্তব্য দিলেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ডাক্তার এসএম মোজাম্মেল হোসেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ নির্বাচনীয় জনসভা ও র্যালির আয়োজন করা হয়। বিকেলের দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রস্তুত করা হয় মঞ্চ, যেখানে জয়পুরহাট জাকের পার্টির সভাপতির দায়িত্বে ছিলেন সিরাজুল ইসলাম ফৌজদার। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদী। বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল মুজাদ্দিদী, জেলা সাধারণ সম্পাদক ডা. এসএম মোজাম্মেল হোসেন, জেলা বাস্তুহারা ফ্রন্টের সভাপতি গোলাম রসুল সহ অন্যরা। এসময় সভায় বক্তব্য প্রদানকালে জেলা সাধারণ সম্পাদক ডা. এসএম মোজাম্মেল হোসেন জুতা পরে বক্তৃতা দেন। সভার শুরু থেকে আজান পর্যন্ত তিনি জুতা পরে মঞ্চে বসে থাকেন। পাশাপাশি আরো বেশ কয়েকজন নেতা-কর্মীকে মঞ্চে জুতা পরে থাকতে দেখা যায়। এ বিষয়ে জাকের পার্টির সাধারণ সম্পাদক ডা. এসএম মোজাম্মেল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ভুল হয়েছে, ক্ষমা চাচ্ছি।’ পরে জাকের পার্টির সভাপতি সিরাজুল ইসলামকে জুতা পরে মঞ্চে বক্তৃতা দেওয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি জানান, তিনি ভুলবশত জুতা পরে মঞ্চে উঠেছেন। মঞ্চে কেউ যাতে জুতা পরে না ওঠে, সে জন্য সবাইকে সতর্ক করে বলা হয়েছে।
প্রিন্ট















