, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

লালমনিরহাট সীমান্তে ২৪৫ বস্তা সার পাচার ঠেকালো বিজিবি

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / ১৯ বার পড়া হয়েছে

ভারতবর্ষে রাসায়নিক সার পাচারের একটি বড় চেষ্টাকে ব্যর্থ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। ধারাবাহিক অভিযান চালিয়ে মোট ২৪৫টি সারবস্তা আটক করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪০ হাজার টাকা। বিজিবি জানিয়েছে, শুক্রবার (৩১ অক্টোবর) সকালে কুলাঘাট চেকপোস্টে অভিযানে ৫টি ডিএপি সারের বস্তা জব্দ করা হয়। এর আগে ২৬ সেপ্টেম্বর ১৫২টি ইউরিয়া ও ৭৬টি ডিএপি সার, আর ৪ অক্টোবর ৪টি ইউরিয়া ও ৮টি ডিএপি সার আটক করা হয়। লালমনিরহাট জেলার সীমান্ত পথে ভারতে এসব সার পাচারের চেষ্টা চলছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা সার ফেলে পালিয়ে যায়। পরে জব্দ করা সার কাস্টমসের মাধ্যমে জেলা কৃষি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, ‘সীমান্ত পথে রাসায়নিক সার পাচার রোধে বিজিবি সব সময় সতর্ক ও প্রস্তুত। কৃষকরা যেন ন্যায্য মূল্যে সার পেতে পারেন, সেই জন্য অভিযান চালানো হবে।’ তিনি আরও বলেন, পাচার রোধে সাধারণ জনগণের সহযোগিতা দরকার, এবং তথ্যদাতাদের পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

লালমনিরহাট সীমান্তে ২৪৫ বস্তা সার পাচার ঠেকালো বিজিবি

আপডেট সময় ০৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

ভারতবর্ষে রাসায়নিক সার পাচারের একটি বড় চেষ্টাকে ব্যর্থ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। ধারাবাহিক অভিযান চালিয়ে মোট ২৪৫টি সারবস্তা আটক করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪০ হাজার টাকা। বিজিবি জানিয়েছে, শুক্রবার (৩১ অক্টোবর) সকালে কুলাঘাট চেকপোস্টে অভিযানে ৫টি ডিএপি সারের বস্তা জব্দ করা হয়। এর আগে ২৬ সেপ্টেম্বর ১৫২টি ইউরিয়া ও ৭৬টি ডিএপি সার, আর ৪ অক্টোবর ৪টি ইউরিয়া ও ৮টি ডিএপি সার আটক করা হয়। লালমনিরহাট জেলার সীমান্ত পথে ভারতে এসব সার পাচারের চেষ্টা চলছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা সার ফেলে পালিয়ে যায়। পরে জব্দ করা সার কাস্টমসের মাধ্যমে জেলা কৃষি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, ‘সীমান্ত পথে রাসায়নিক সার পাচার রোধে বিজিবি সব সময় সতর্ক ও প্রস্তুত। কৃষকরা যেন ন্যায্য মূল্যে সার পেতে পারেন, সেই জন্য অভিযান চালানো হবে।’ তিনি আরও বলেন, পাচার রোধে সাধারণ জনগণের সহযোগিতা দরকার, এবং তথ্যদাতাদের পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে।


প্রিন্ট