খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
নির্বাচনে হারার ভয়ে পিআর পদ্ধতি চাইছে জামায়াত : খোকন
- আপডেট সময় ১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / ১৮ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম বিএনপির সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান খোকন বলেছেন, জামায়াতে ইসলামীরা বারবার নির্বাচনে পরাজিত হয়ে এবার পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে ভোট চাচ্ছে। তিনি বলেন, ‘একজন দলের নেতা তিনবার সংসদ নির্বাচনে অংশ নিয়ে হেরেছেন। সেই তিন নির্বাচনে তার মোট ভোট ৪৭ হাজার ৯৬১। কিন্তু ২০০৮ সালের নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনে আমাদের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া ৮০ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন। ফলে সেই দল এখন বুঝতে পারছে, এবারও হারবে। এই ভয়ে তারা পিআর পদ্ধতিতে ভোটের দাবি করছে, যাতে সংসদে যেতে পারে।’ শুক্রবার (৩১ অক্টোবর) চর রুহিতা ইউনিয়ন শ্রমিক দলের আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খোকন আরও বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে একটি দল গোপনে আওয়ামী লীগের সঙ্গে মিশে রাজনৈতিক কার্যক্রম চালিয়েছে। তারা আন্দোলনে ছিল না, রাস্তায়ও আসেনি। কিন্তু বিএনপি সব সময় রাস্তায় ছিল, আন্দোলন চালিয়ে গেছে। শতাধিক মামলা, জুলুম-নির্যাতন সত্ত্বেও কেউ দেশ ছাড়েনি বা দলত্যাগ করেনি। কিন্তু এখন সেই দল ক্ষমতার নেশায় এমন কোনো কাজ করছে না যা করছে না। এমনকি হিন্দু মন্দিরে গিয়ে বলে—পূজা ও রোজা এক জিনিস। নাউজুবিল্লাহ।’ তিনি আরও বলেন, ‘জামায়াত এখন পিআর পদ্ধতির নামে আন্দোলন করছে। আবার জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবি করছে। এই সব আসলে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র। তারা চায় আগে গণভোট, তারপর বলবে—নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি, আরও সময় প্রয়োজন। এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে বিএনপি নেতাকর্মী ও দেশের মানুষের সঙ্গে নিয়ে। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে, এর বিকল্প কোনো সিদ্ধান্ত বিএনপি মানবে না।’ চর রুহিতা ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মোশারফ হোসেন রনির সভাপতিত্বে ও সদস্য সচিব রুবেল হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পশ্চিম বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ভুট্টো, শ্রমিক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন হাওলাদার, সদস্য সচিব ইউসুফ আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি নুর হোসেন আরজু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সবুজ, সাংগঠনিক সম্পাদক কামালুর রহিম মানিক ভূঁইয়া ও পশ্চিম ছাত্রদলের আহ্বায়ক আবদুল মজিদসহ অন্যান্য নেতাকর্মীরা।
প্রিন্ট















