, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাই করা সেই দুই ছিনতাইকারী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০২:৪১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / ১৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে প্রকাশ্যে এক গৃহবধূকে পিস্তল দেখিয়ে কানের দুল ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ফরিদপুর শহর ও সালথা উপজেলার বিভিন্ন স্থান থেকে শরীফুল ইসলাম, যিনি ডন শরীফ নামেও পরিচিত, এবং তার সহযোগী রায়হান মোল্যাকে আটক করা হয়। শনিবার (১ নভেম্বর) ভোরে স্থানীয় ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য প্রকাশ করেন র‍্যাব ১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান। র‍্যাব জানায়, গ্রেপ্তারকালে তাদের কাছে থেকে প্রায় দেড় কেজি গাঁজা, ছিনতাইয়ে ব্যবহৃত খেলনা পিস্তল, পালসার মোটরসাইকেলসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। এর পাশাপাশি কিছুদিন আগে পাবনা থেকে চুরি করা একটি আর ওয়ান ফাইভ মোটরসাইকেলও উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিষয়ে র‍্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে ফরিদপুর শহর ও আশপাশের এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে মহিলাদের স্বর্ণালংকার, চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে আসছিল। তারা সাধারণত ভোরের দিকে বা রাতের শেষ প্রহরে পথচারীদের টার্গেট করে দ্রুত মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করত, যাতে শনাক্ত করা না যায়। পাশাপাশি, তারা স্থানীয়ভাবে মাদক বিক্রয়েও যুক্ত ছিল। ডন শরীফের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, মাদকসহ মোট ১০টির বেশি মামলা রয়েছে বলেও জানানো হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাদের ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, ২১ অক্টোবর সদর উপজেলার উত্তর শোভারামপুরে নিজ বাড়ির সামনে থেকে এক নারীকে পিস্তল দেখিয়ে কানের দুল ছিনিয়ে নেয় ওই দুই ছিনতাইকারী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাই করা সেই দুই ছিনতাইকারী গ্রেপ্তার

আপডেট সময় ০২:৪১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

ফরিদপুরে প্রকাশ্যে এক গৃহবধূকে পিস্তল দেখিয়ে কানের দুল ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ফরিদপুর শহর ও সালথা উপজেলার বিভিন্ন স্থান থেকে শরীফুল ইসলাম, যিনি ডন শরীফ নামেও পরিচিত, এবং তার সহযোগী রায়হান মোল্যাকে আটক করা হয়। শনিবার (১ নভেম্বর) ভোরে স্থানীয় ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য প্রকাশ করেন র‍্যাব ১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান। র‍্যাব জানায়, গ্রেপ্তারকালে তাদের কাছে থেকে প্রায় দেড় কেজি গাঁজা, ছিনতাইয়ে ব্যবহৃত খেলনা পিস্তল, পালসার মোটরসাইকেলসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। এর পাশাপাশি কিছুদিন আগে পাবনা থেকে চুরি করা একটি আর ওয়ান ফাইভ মোটরসাইকেলও উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিষয়ে র‍্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে ফরিদপুর শহর ও আশপাশের এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে মহিলাদের স্বর্ণালংকার, চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে আসছিল। তারা সাধারণত ভোরের দিকে বা রাতের শেষ প্রহরে পথচারীদের টার্গেট করে দ্রুত মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করত, যাতে শনাক্ত করা না যায়। পাশাপাশি, তারা স্থানীয়ভাবে মাদক বিক্রয়েও যুক্ত ছিল। ডন শরীফের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, মাদকসহ মোট ১০টির বেশি মামলা রয়েছে বলেও জানানো হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাদের ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, ২১ অক্টোবর সদর উপজেলার উত্তর শোভারামপুরে নিজ বাড়ির সামনে থেকে এক নারীকে পিস্তল দেখিয়ে কানের দুল ছিনিয়ে নেয় ওই দুই ছিনতাইকারী।


প্রিন্ট