বেগম খালেদা জিয়াকে সুস্থ করতে আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসকরা: মির্জা ফখরুল
সেন্টমার্টিন গেল ৩ জাহাজ, পর্যটক ১১০০
সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন ২২ কর্মকর্তা
জানা গেল মেট্রোরেলের ছাদে ওঠা সেই কিশোরের নাম
ভোক্তা পর্যায়ে পেট্রোল-ডিজেলের দাম কমালো পাকিস্তান
বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত: রেজা কিবরিয়া
ঢাবিতে জমকালো বিজয় র্যালি
জানা গেলো ২০২৬ সালের প্রথম সূর্য ও চন্দ্রগ্রহণ কবে
আসছে শুভ-ঐশীর ‘নূর’
ছিনতাইয়ের শিকার অভিনেত্রী রাজ রিপা, খোয়ালেন আইফোন
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫
- আপডেট সময় ০৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ১৮ বার পড়া হয়েছে
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে প্রবল বর্ষণের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সাকুরা পরিবহনের একটি বাস উল্টে অন্তত পনেরোজন যাত্রী আহত হয়েছেন। এ সময় প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার পুলিশ, পদ্মা সেতু উত্তর থানার পুলিশ ও সেতু কর্তৃপক্ষের টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে। পুলিশ ও আহত যাত্রীরা জানায়, শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা থেকে সাকুরা পরিবহনের এক বাস বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়। সেই সময় প্রবল বর্ষণ হচ্ছিল। বাসটি যখন মাদারীপুরের শিবচরের সীমানা এলাকায় আসে, তখন নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে পড়ে। এতে অন্তত পনেরোজন যাত্রী আহত হন। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার পুলিশ, পদ্মা সেতু উত্তর থানার পুলিশ ও সেতু কর্তৃপক্ষের দল ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এ সময় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পরে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে। শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুর্ঘটনার শিকার হয়। বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি মহাসড়ক থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং যানবাহন চলাচল আবার স্বাভাবিক।
প্রিন্ট
























