খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
এনজিও কর্মীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
- আপডেট সময় ০১:২০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া রিপনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) রাতে জেলা বিএনপির পক্ষ থেকে লিখিতভাবে এই সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মালেককে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন বলেন, ‘দলের শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে গোলাম কিবরিয়া রিপনকে বহিষ্কার করা হয়েছে।’ বর্তমানে এই বহিষ্কৃত নেতা লালমনিরহাট জেলা কারাগারে রয়েছেন। ২৯ অক্টোবর বুধবার এনজিও কর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় জামিনের জন্য জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে আদালত তার জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গোলাম কিবরিয়া রিপন ভেলাবাড়ী ইউনিয়নের পশ্চিম ভেলাবাড়ী এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি স্থানীয় ভেলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। মামলার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ভাতগাঁও এলাকার বাসিন্দা। তিনি ব্র্যাকের ভেলাবাড়ী শাখায় ক্রেডিট অফিসার (প্রগতি) হিসেবে কর্মরত ছিলেন। কর্মস্থলে থাকাকালে তার একটি স্থানীয় যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সম্পর্কের টানাপোড়েন দেখা দিলে ওই নারী স্থানীয় বিএনপি নেতা গোলাম কিবরিয়া রিপনের কাছে বিষয়টি জানান। রিপন তাকে আশ্বাস দিয়ে সহযোগী চান মিয়ার বাড়িতে অবস্থান করার পরামর্শ দেন। অভিযোগ অনুযায়ী, ৩ আগস্ট রাতে রিপন ও চান মিয়া ওই নারীকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। পরে ভুক্তভোগী আদিতমারী থানায় অভিযোগ দিলে পুলিশ তদন্ত করে রিপন ও চান মিয়ার বিরুদ্ধে মামলা রেকর্ড করে। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, ‘প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত দুজনের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে। দ্রুত এ মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে।’
প্রিন্ট















