হাওর পরিবেষ্টিত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের সুরমা আক্তার, একজন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, এবং চীনের হোয়ানান প্রদেশের ওয়াং তাও ওয়াং ইচাং চাও, দুইজনের পরিচয় দেড় মাস আগে সোশ্যাল মিডিয়ায় হয়। পারিবারিক সিদ্ধান্তে তারা মুসলিম ধর্ম গ্রহণ করে বিবাহের সিদ্ধান্ত নেয়। তরুণীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিবাহ সম্পন্ন হবে। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা যুবককে স্বাগত জানিয়ে নিজ বাড়িতে নিয়ে আসেন তার পরিবার। পুলিশ ও পরিবারের ভাষ্য, এক মাসের বেশি সময় আগে ওয়ালটক অ্যাপের মাধ্যমে তাদের পরিচয় হয়। ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দু’টি পরিবার সম্মত হলে, চীনা যুবক বাংলাদেশ ও চীনের দূতাবাসের মাধ্যমে দেশে আসেন। এলাকায় এই ঘটনা জানাজানি হলে বহু মানুষ তাকে দেখার জন্য জড়ো হয়। প্রেমের এই নজির দেখে পরিবারের সবাই খুশি। মেয়ের মা নুরেনা বেগম বলেন, আমার মেয়ের ভালোবাসা পেতে সে চীন থেকে এসেছে। ওই যুবক ধর্মবিশ্বাসে অবিশ্বাসী। মেয়েকে বিয়ে করতে চাইলে সে ইসলাম গ্রহণ করবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালত মুসলিম রীতিতে সুরমার বিয়ে সম্পন্ন করবে, এতে দুই পরিবারই সম্মত। নাসিরনগর থানার উপ-পরিদর্শক মো. জাহানই-ই-আলম জানান, চীনা যুবক নাসিরনগরে আসার খবর পেয়ে ঘটনাস্থলে যান। তার পাসপোর্ট দেখে নিশ্চিত হন যে তিনি চীনের নাগরিক। শুনেছেন, আদালতে গিয়ে তাদের বিবাহ হবে।