খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
মানিকগঞ্জে শিক্ষককে মারধর, শিক্ষার্থীদের বিক্ষোভ
- আপডেট সময় ০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী প্রভাব বিস্তার নিয়ে এক শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার বিকেলে এ ঘটনার প্রতিবাদে কয়েকশো শিক্ষার্থী হেমায়েতপুর–সিংগাইর–মানিকগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম পরিস্থিতি শান্ত করতে আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে। এর আগে বৃহস্পতিবার দুপুরে ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল রোমানকে ক্লাসের মধ্যে মারধর করে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয় বলে জানা গেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, জয়মন্টপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খান হাবিবুল আলম মোহাম্মদ আলীর নেতৃত্বে বহিরাগত সাদ্দাম, দেলোয়ার, পিন্টু, আতিক, তারা মোল্লা ও রাতুলসহ কয়েকজন বিদ্যালয়ে প্রবেশ করে হামলায় অংশগ্রহণ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে। প্রত্যক্ষদর্শীরা উল্লেখ করেন, হামলাকারীরা ক্লাস চলাকালে শিক্ষক রোমানকে পিটিয়ে আহত করে। অভিযুক্ত সাবেক চেয়ারম্যান হাবিবুল আলম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য, অভিযুক্ত সাদ্দাম ও রাতুল সিংগাইরের আজগর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
প্রিন্ট















