, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

‘আমাদের অনুমতি ছাড়া মসজিদে আযান হবে না’

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ১০:৩০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / ১৭ বার পড়া হয়েছে

শেরপুরের নালিতাবাড়ীতে একদল মাদকাসক্ত ব্যক্তির হামলায় একটি মসজিদে ভাঙচুর ও ইমামসহ মুসল্লিদের উপর হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের অনুমতি ছাড়া আর আযান দেওয়া যাবে না। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী বাজার এলাকার উত্তর বাতকুচি ফরেস্ট অফিসের পাশে বাইতুল নূর জামে মসজিদে এই ঘটনা ঘটে। এর পরদিন রোববার (২ নভেম্বর) সকালে মসজিদ কমিটির সভাপতি আশরাফ আলী থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে জানা যায়, উত্তর বাতকুচি গ্রামের জহুর উদ্দিনের তিন পুত্র—ফরহাদ মিয়া, রুবেল মিয়া ও ফারুক মিয়া—নেশাগ্রস্ত অবস্থায় মসজিদে প্রবেশ করে ইমাম শফিকুল ইসলামের কাছে বলেন, “আজ থেকে এই মসজিদে আর আযান দেওয়া যাবে না। আমাদের অনুমতি ছাড়া এ কাজ সম্ভব নয়।” ইমাম প্রতিবাদ করলে তারা তাকে ভয়ভীতি দেখায়। নিজেকে রক্ষা করতে ইমাম পালিয়ে গেলে, তারা মসজিদের ভিতরে ঢুকে মাইক, বৈদ্যুতিক বোর্ড, টিনের বেড়া ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করে। এ সময় হাবিবুর রহমান ও কাজল মিয়া নামে দুই মুসল্লি বাধা দিতে গেলে, তাদেরকেও মারধর করে হামলাকারীরা। পরে স্থানীয়রা এগিয়ে আসায় হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ভর্তি করা হয়। মসজিদ কমিটির সভাপতি মো. আশরাফ আলী বলেন, এই ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি এবং থানায় একটি লিখিত অভিযোগ দেই। আমরা এই ঘটনায় সুবিচার চাই। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা জানান, মসজিদে হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

‘আমাদের অনুমতি ছাড়া মসজিদে আযান হবে না’

আপডেট সময় ১০:৩০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

শেরপুরের নালিতাবাড়ীতে একদল মাদকাসক্ত ব্যক্তির হামলায় একটি মসজিদে ভাঙচুর ও ইমামসহ মুসল্লিদের উপর হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের অনুমতি ছাড়া আর আযান দেওয়া যাবে না। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী বাজার এলাকার উত্তর বাতকুচি ফরেস্ট অফিসের পাশে বাইতুল নূর জামে মসজিদে এই ঘটনা ঘটে। এর পরদিন রোববার (২ নভেম্বর) সকালে মসজিদ কমিটির সভাপতি আশরাফ আলী থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে জানা যায়, উত্তর বাতকুচি গ্রামের জহুর উদ্দিনের তিন পুত্র—ফরহাদ মিয়া, রুবেল মিয়া ও ফারুক মিয়া—নেশাগ্রস্ত অবস্থায় মসজিদে প্রবেশ করে ইমাম শফিকুল ইসলামের কাছে বলেন, “আজ থেকে এই মসজিদে আর আযান দেওয়া যাবে না। আমাদের অনুমতি ছাড়া এ কাজ সম্ভব নয়।” ইমাম প্রতিবাদ করলে তারা তাকে ভয়ভীতি দেখায়। নিজেকে রক্ষা করতে ইমাম পালিয়ে গেলে, তারা মসজিদের ভিতরে ঢুকে মাইক, বৈদ্যুতিক বোর্ড, টিনের বেড়া ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করে। এ সময় হাবিবুর রহমান ও কাজল মিয়া নামে দুই মুসল্লি বাধা দিতে গেলে, তাদেরকেও মারধর করে হামলাকারীরা। পরে স্থানীয়রা এগিয়ে আসায় হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ভর্তি করা হয়। মসজিদ কমিটির সভাপতি মো. আশরাফ আলী বলেন, এই ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি এবং থানায় একটি লিখিত অভিযোগ দেই। আমরা এই ঘটনায় সুবিচার চাই। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা জানান, মসজিদে হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট