বড়পুকুরিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া
ফুলবাড়ীতে শিশু পার্ক উদ্বোধন
আমি চাই ও আমার হাত ছেড়ে দিক
চীনের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
টিকটকে উসকানিমূলক ভিডিও, আ.লীগ নেত্রী সুলতানা আটক
শুরু হলো মহান বিজয়ের মাস
সেন্টমার্টিনে আজ থেকে রাতযাপনের সুযোগ, মানতে হবে যেসব শর্ত
বাবা-ভাইদের হাতে প্রেমিকের মৃত্যু, মরদেহকেই ‘বিয়ে’ তরুণীর
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিককে হত্যার অভিযোগ
নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে ফের জটিলতা
বগুড়ায় চার প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
- আপডেট সময় ১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে
নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য মুগডালে ক্ষতিকর রঙের উপস্থিতি পাওয়ায় বগুড়া শহরের চারটি ব্যবসা প্রতিষ্ঠানে মোট এক লক্ষ টাকা জরিমানা আরোপ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রোববার (২ নভেম্বর) বিকেলে শহরের ডালপট্টি এলাকায় এই যৌথ অভিযান চালানো হয়। অভিযানের সময় দোকানগুলোতে মুগডালে ক্ষতিকর রঙের উপস্থিতি শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে চারটি দোকানকে জরিমানা করা হয়। নেতৃত্ব দেন অধিদপ্তরের বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান। ব্যক্ত করেন, এই অভিযানে দুই দোকানকে ৩০ হাজার টাকা করে এবং অন্য দুটির জন্য ২০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা ধার্য করা হয়। একই সঙ্গে বিক্রেতাদের সতর্ক করে দেওয়া হয় এবং রঙ মেশানো ডালের বস্তাগুলো রোববার সন্ধ্যার মধ্যেই দোকান থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ব্যবসায়ীরা জানিয়েছেন, এই ডাল তারা রাজশাহীর বানেশ্বর এলাকা থেকে পাইকারি ক্রয় করেছেন। যদি রঙ মেশানো থাকে, তবে তা আমদানিকারক বা পাইকারি বিক্রেতাদের জানা উচিত। অভিযানের সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ ক্ষতিকর ডালের বস্তাগুলো একত্রিত করে সরবরাহকারীর কাছে ফেরত পাঠানোর উদ্যোগ নেন। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল বলেন, মুগডালে পাওয়া ক্ষতিকর রঙের উপস্থিতি মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যারা ভোজ্য পণ্যগুলিতে ভেজাল বা ক্ষতিকর উপাদান ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অভিযানে উপস্থিত ছিলেন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা, জেলা পুলিশের সদস্যসহ অন্যান্য কর্মকর্তারা।
প্রিন্ট

















