ড্রেন থেকে উদ্ধার হওয়া শিশুটিকে অবশেষে নিরাপদ আশ্রয় প্রদান করা হয়েছে। ব্যাপক আলোচনা শেষে শিশুটিকে এক ব্যাংক কর্মকর্তার পরিবারে তুলে দেওয়া হয়। জেলা প্রশাসনের নির্ণয় ও যাচাই-বাছাইয়ের ভিত্তিতে এই পরিবারকে নির্বাচন করা হয়। রোববার (২ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা শিশু কল্যাণ বোর্ডের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম। জানা যায়, ২০ অক্টোবর খাগড়াছড়ি শহরের শান্তিনগর এলাকায় ড্রেন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে শিশুটি খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শিশুটির জন্য আবেদন করেছিলেন মোট ৩৩ জন। দীর্ঘ যাচাই-বাছাইয়ের পরে ৫টি আবেদনকে গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয়। এর মধ্যে ৪ জন আবেদনকারী উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে। উপস্থিতি, আর্থিক সক্ষমতা, নিরাপদ লালন-পালনসহ সব দিক বিবেচনা করে একটি পরিবারকে বেছে নেওয়া হয়। পরে বিকেল ৪টায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আবদুল্লাহ মো. ওয়ালী উল্লাহ এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবেরের উপস্থিতিতে শিশুটিকে হাসপাতাল থেকে বুঝিয়ে দেওয়া হয় অশোক বড়ুয়া ও তার স্ত্রীর অন্তিকা বড়ুয়ার হাতে। অশোক বড়ুয়া পেশায় একজন ব্যাংক কর্মকর্তা। শহর সমাজসেবা কর্মকর্তার নাজমুল হোসেন জানান, শিশুটির ভবিষ্যৎ সুরক্ষার জন্য এই দম্পতি ১৫ লাখ টাকার এফডিআর করেছেন। মানবিকতা, নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিশ্চিত করেই শিশুটির পরিবার নির্বাচন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।