মুন্সীগঞ্জে তিন দিন নিখোঁজ থাকার পর পুলিশ উদ্ধার করে মোজিবুর মাঝি (৪৫) নামে এক অটোচালকের হাত-পা বাঁধা মৃতদেহ। সোমবার (৩ নভেম্বর) সকালে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের পূর্ব রতনপুর এলাকার একটি পুকুর থেকে তার দেহটি পাওয়া যায়। মৃত মোজিবুর মাঝি রামপাল ইউনিয়নের শান্তিনগর এলাকার বাঁধন সরকারের গ্যারেজে থাকতেন। তার বাড়ি বরিশাল জেলার হিজলা উপজেলায়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল ৭টায় স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় কাপড়ে মোড়ানো দেহটি দেখতে পান। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে সকাল সাড়ে ৯টার দিকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। সদর থানার ওসি মো. সাইফুল আলম বলেন, “নিহতের হাত-পা বাঁধা ছিল। প্রথম ধারণা করা হচ্ছে, অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করে পুকুরে ফেলা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে নিশ্চিত হওয়া যাবে।”