মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আব্দুল্লাহ আল মামুন এবং সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম তৌফিক আজমের বিরুদ্ধে প্রভাব বিস্তার এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এক ভুক্তভোগী নাগরিক আদালতে মামলা করেছেন। সোমবার (৩ নভেম্বর) সিঙ্গাইর উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর এলাকার মালেক সরদারের ছেলে মনির হোসেন এই মামলা দায়ের করেন। আদালত বিষয়টি গ্রহণ করলেও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বাদীর আইনজীবী ও সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবুল কালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মনির হোসেনের বিরুদ্ধেপক্ষের পক্ষ নিয়ে অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা প্রভাব বিস্তার শুরু করেন। তাদের নির্দেশনায় মনির হোসেনের শাশুড়ি রহিমা বেগম শারীরিক নির্যাতন, হুমকি ও হয়রানির শিকার হন। অভিযোগে বলা হয়, রহিমা বেগম এই বিষয়টি আইনের আশ্রয় নেওয়ার চেষ্টা করলে পুলিশ কর্মকর্তারা প্রভাব খাটিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এ বিষয়ে আইনজীবী আবুল কালাম চৌধুরী বলেন, একজন সাধারণ মানুষ প্রভাবশালী দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন, এটা সাহসের একটি দৃষ্টান্ত। আমরা বিশ্বাস করি, আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। এ ঘটনার প্রভাবে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষ মনে করেন, সত্যিকার তদন্ত হলে প্রভাবশালীদের অন্যায় দমন করা সম্ভব হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।