ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অভিযোগে নারী-পুরুষসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। শনিবার (৩ নভেম্বর) সকালে উপজেলার কুমিল্লাপাড়া সীমান্তের কাছ থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, যশোর জেলার বাঘারপাড়া থানার দরাজহাট গ্রামের তিলক কুমার পাল এর ছেলে মোহন কুমার পাল, ফরিদপুর জেলার ভাঙ্গা থানার আজিমনগর গ্রামের খোকন কাজীর ছেলে সজিব কাজী (২৩) এবং ঝালকাঠি জেলার রাজাপুর থানার নৈকাঠি গ্রামের এনায়েত হোসেনের ছেলে মোঃ জাফরান (৩১)। এছাড়া, তাদের সঙ্গে আরও দুইজন নারী ছিল, তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপ্রাপ্ত এলাকার সীমান্ত পিলার ৬০/৬০-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জিনজিরাপাড়া গ্রাম সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। তিনি আরও জানান, আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক হলেও তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং ফেরার সময় বিজিবির হাতে ধরা পড়ে। আটক ব্যক্তিদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।