শরীয়তপুরের গোসাইরহাটে পুকুরে মাছ ধরতে গিয়ে বৈদ্যুতিক মোটরের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে কোদালপুর ইউনিয়নের বকাউলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন- একই ইউনিয়নের দেওয়ানপাড়ার হানিফা মোল্লার ছেলে নূরে আলম মোল্লা (৪০) এবং আলমগীর দপ্তরী (৫২)। পুলিশ জানায়, দেওয়ানপাড়ার নূরে আলম ও আলমগীর গত রাতের দিকে পাশের বকাউলপাড়ার বিলের পুকুরে মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটর চালিয়ে পানি সেচ করছিলেন। পরদিন ভোরে মাছ ধরার সময় তারা দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা বিষয়টি দেখে তাদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। পুলিশ জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিহত নূরে আলমের ছেলে নিরব বলেছেন, সোমবার রাতে তার বাবা আলমগীর কাকাসহ মাছ ধরতে গিয়েছিল। ভোরে ফজর নামাজের পরে যখন বিলে গিয়ে দেখেন বাবা ও কাকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে আছেন, তখন তিনি দৌড়ে কারেন্টের মূল সুইচ বন্ধ করে লোকজনকে ডাকেন। পরে তারা এসে বাবাকে ও কাকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, যেখানে ডাক্তার তাদের মৃত্যু ঘোষণা করেন। জেলা অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) শামসুল আরেফীন বলেন, মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে—এটাই আমরা জানতে পেরেছি। তবে এ ঘটনায় নিহতদের পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।