খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয়: ডা. জাহিদ
- আপডেট সময় ০৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ইমাম, মোয়াজ্জেম ও কওমি দাওরায়ে হাদিসের শিক্ষকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে হিলি বন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বক্তৃতায় ডা. জাহিদ হোসেন বললেন, বিএনপি সবসময় ধর্মীয় শিক্ষার গুরুত্ব দিয়ে এসেছে। ইসলামী শিক্ষার পাশাপাশি অন্যান্য ধর্মের শিক্ষাকেও আমরা সমানভাবে উৎসাহিত করি। কারণ, বিএনপি বিশ্বাস করে ধর্মীয় শিক্ষা মানুষকে ন্যায়, নীতি ও মানবিকতার পথে পরিচালিত করে। আমাদের লক্ষ্য হল সকলের জন্য ন্যায় ও সমান সুযোগ নিশ্চিত করা, ধর্ম, জাতি বা সম্প্রদায়ের পার্থক্য না করে। তিনি আরও বলেন, আমরা চাই, আলেম-ওলামা, ইমাম, মোয়াজ্জেম ও মাদরাসা শিক্ষকেরা সমাজে নেতৃত্বের ভূমিকা পালন করুন। আপনাদের দায়িত্ব হলো মানুষকে সঠিক পথে পরিচালনা করা। বিএনপি সব সময় আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। বিএনপি জনগণের দল। আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, ন্যায় ও মানবতার পক্ষে। সভায় হাকিমপুর উপজেলা ও পৌরসভার শতাধিক ইমাম, মোয়াজ্জেম ও মাদরাসা শিক্ষক অংশ নেন। উপস্থিত ধর্মীয় নেতারা এই ধরনের মতবিনিময় সভাকে সময়োপযোগী ও ফলপ্রসূ উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজা বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রিন্ট















