মেহেরপুরের গাংনীতে বিষধর সাপের দংশনে শামীম হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে আটটার দিকে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। নিহত শামীম হোসেন করমদি গ্রামের মিজানুর রহমানের ছেলে। এর আগে, মঙ্গলবার মধ্যরাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে দংশন করে। স্থানীয়রা জানিয়েছেন, রাতে সে নিজ কক্ষে ঘুমিয়ে ছিল। ঘুমন্ত অবস্থায়ই তাকে সাপে দংশন করে। পরে পরিবারের লোকজন জানার পর এক ওঁঝার কাছে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর হলে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কিছু সময় চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু ঘটে।