বগুড়ায় অটোরিকশা চালকের দেহ কাটা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শাজাহানপুর উপজেলার ফুলদীঘি এলাকার প্রথম বাইপাস মহাসড়ক সংলগ্ন তুঁত বাগানের পাশে থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম মোফাজ্জল হোসেন মোফা (৫২)। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামের মোবারক আলীর ছেলে। তিনি একজন অটোরিকশা চালক ছিলেন। এই তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক। জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টার দিকে তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। বুধবার সকালে মরদেহের খবর পেয়ে স্বজনেরা তার পরিচয় নিশ্চিত করেন। পরে পুলিশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মোফাজ্জলের দেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে এবং গলার অংশ অর্ধেক কাটা অবস্থায় পাওয়া গেছে। অটোরিকশার সন্ধান এখনো মেলেনি। হত্যার কারণ আপাতত নিশ্চিত নয়। তবে শুধু অটো ছিনতাই দিয়ে এই হত্যাকাণ্ড হতে পারে বলে মনে হয় না। হত্যার রহস্য উদঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ গভীরভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।